Advertisement

Sunday, December 20, 2015

How to keep first your computer

How to keep first your computer

কম্পিউটার আজ আমাদের নিত্য ব্যবহার্য যন্ত্রে পরিনত হয়েছে। বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া কোন কিছু কল্পনা করা সম্ভব না। যে কোন পেশার মানুষ হোক না কেন, কম্পিউটার ছাড়া যেন পরিপূর্নতা হয় না। 

অফিসিয়াল কাজ কর্মে, নিত্যপ্রয়োজনীয় কাজ করতে, মুভি, গান, গ্রাফিক্স ইত্যাদি বহুবিদ কাজে কম্পিউটার ছাড়া আমাদের একবারেই চলে না। কিন্তু দীর্ঘদিন কম্পিউটার চালানোর ফলে একসময় আমাদের সেই যন্ত্রটির গতি আর আগের মতো থাকে না। অনেক স্লো হয়ে যায়। 

তখন আমরা সাধারনত দুইটি কাজ করে থাকি। হয় কম্পিউটারটির কোন সমস্যা হয়েছে মনে করে টেকনেশিয়ানের কাছে নিয়ে যাই অথবা নতুন করে অপারেটিং ইনস্টল করি। কিন্তু একটু ভালো ধারণা থাকলেই কম্পিউটারটিকে সবসময় গতিময় রাখতে পারেন। তাহলে চলুন যেনে নেই কিভাবে আপনার কম্পিউটারটিকে সুপার ফাস্ট করে তুলবেন।

Friday, December 18, 2015

ছাত্র/ছাত্রীদের জন্য কিছু কথা



 ছাত্র/ছাত্রীদের জন্য কিছু কথা 

প্রিয়,ছাত্র /ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এস এস সি পরীক্ষার্থী তাদের জন্য বলছি।পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ভালো রেজাল্ট কর এটাই আমার কাম্য। বিশেষ করে আজ আমি এই পুষ্টে তোমাদের কে অন্য একটা টিপস দিতে চাচ্ছি।যদি কারো ভালো লাগে তাহলে হয়তো উপকারে আসতে পারে। যাক,আমি তোমাদের উদ্দশ্যে বলছি তোমাদের লেখা পড়ার পাশাপাশি কিছু একটা করার ।
Be come success


A Man success of I T World


 অনেক কিছু আছে ।তার মধ্যে বাছাই করে যার যা পছন্দ তা করতে পার । তবে বর্তমান তথ্য প্রযুক্তির যোগে আমি তোমাদের কে পরামর্শ দিব তথ্য প্রযুক্তিতে মনোনিবেশ করার জন্য । যেহেতু অনলাইনে এখন প্রচুর কাজ রয়েছে যা তোমরা লেখা পড়ার পাশাপাশি খুব সহজেই করতে পার। তবে এটা অবশ্য এস এস সি পরীক্ষার পরে। অনলাইনে অনেক কাজ আছে যেমন ডাটা এন্ট্রি, ওয়েব ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট,এস ই ও ,গ্রাফিকস ডিজাইন,ইমেইল মার্কেটিং ইত্যাদি।এর মধ্য থেকে যেকোন একটি কে বেছে নিতে পার তোমার জন্য।