How to creat an email account
আশা করি সবাই ভালো
আছেন । আজ আমি আপনাদের জন্য অর্থাৎ একদম যারা বিগিনার লেবেলের তাদের জন্য পোষ্ট টি
পাবলিশ করছি ।এক্সপার্ট যারা আছেন তাদের কাছে অনুরোধ ভূলত্রুটি ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখবেন। যাক ,শুরু করছি আজ আমি কীভাবে একটি ইমেইল একাউন্ট খুলতে হয় তা
আলোচনা করবো। তার আগে এর গুরুত্ব নিয়ে দু একটি কথা না বললেই নয়। বর্তমান তথ্য
প্রযুক্তির যোগে তথ্য আদান প্রদানের জন্য ইমেইল হচ্ছে একটি সহজ ও গুরুত্বপূর্ণ
হাতিয়ার । আর এই ইমেইলের সাথে আমাদের অনেকেরই পরিচয় নাই। এটা অত্যান্ত দূঃখের
বিষয়। যদি ও অনেকের ইমেইল একাউন্ট আছে ,কিন্তু তা অন্যের মাধ্যমে তৈরী করেছেন।
বিশেষ করে এর জন্য আজকের পোষ্ট,যে আমরা কীভাবে নিজেই নিজের ইমেইল একাউন্ট খুলতে
পারি। এটা একদম সহজ ।
ইমেইল একাউন্ট/ইমেইল
আইডির জন্য প্রথমে আপনার পি সি থেকে যেকোন ইন্টারনেট ব্রাউজার (যেমন মজিলা ফায়ার
ফক্স, গুগল ক্রম,অপেরা ইত্যাদি) ওপেন করে এড্রেস বারে www.gmail.com লিখে
enter press করুন,একটি
উইন্ড্রো ওপেন হবে,এই উইনন্ড্রো থেকে creat a new account এ ক্লিক করুন ।
একটি ফরম আসবে ফরম টি সুন্দর ভাবে
ফিলাপ
করে Next teps
এ ক্লিক করুন তাহলেই বাস হয়ে যাবে। সংক্ষেপে
বললাম যাতে একটু মাথা কাটাতে হয় তাতে আপনার বাস্তব অভিজ্ঞতা হবে ।ধন্যবাদ সবাইকে ।
No comments:
Post a Comment