আস সালামু আলাইকুম ,
আশা করি সবাই ভালো আছেন । আজ
আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্টটি করছি,তা হচ্ছে ইউটিউব থেকে
ভিডিও ডাউনলোড করা । ইউটিউব এমন একটি সাইট যেখান থেকে আপনি যেকোন বিষয়ের ভিডিও
পাবেন। যাক, এবার আশা যাক কীভাবে ডাউনলোড করবেন ,তো এর জন্য আপনার পিসির যেকোন
ইন্টারনেট ব্রাউজার ওপেন করে এড্রেস বারে লিখুন www.youtube.com
।
ইউটিউব ওয়েব সাইট ওপেন হবে ।
এবার ইউটিউব বারে আপনি যে ধরণের ভিডিও চান তা
লিখে সার্চ করুন দেখবেন আপনি যা লিখছেন ঐ সংক্রান্ত অনেক ভিডিও আসবে । এখন এগুলো
থেকে আপনার জন্য যা প্রয়োজন তা দেখে ডাউনলোড করুন । ভিডিও ডাউনলোড করার জন্য সহজ
পদ্বতি হলো এড্রেস বারে দেখবেন www.youtube ……………………ইত্যাদি লেখা আছে এই লেখার মধ্যে ইউটিউব শব্দের আগে এবং ডট এর পরে ss লিখে enter প্রেস করুন
ডাউনলোড বক্স আসবে
ঐ বক্সের মধ্যে ভিবিন্ন সাইজ আছে আপনি যে সাইজ চান সে সাইজের
উপর ক্লিক করুন ,
দেখবেন আরেকটি বক্স আসবে
ঐ বক্সে save file এ ক্লিক করুন ,
নেক্সট আরেক টি উইন্ডো ওপেন হবে এখানে আপনার অনুমতি চাওয়া হবে
যে আপনি ভিডিওটি কোথায় রাখতে চান তো আপনি যেখানে রাখতে চান তা দেখিয়ে দিন । তো
এভানে খুব সহজেই আপনার ভিডিও টি ডাউনলোড হয়ে যাবে। আজ এখানে শেষ করছি ,ধন্যবাদ
সবাইকে ।
No comments:
Post a Comment